১২নং কবিতা
—বিভাবসু
‘দিনগুলি কাটে—জলপরিদের উচ্ছল দৃষ্টিতন্তুুতে বোনা
এ তোর মায়াবী উতরোল
আমার কৌণিকবিস্তার শেষে অসম্ভব বেঁকে গিয়ে ছুঁয়ে দ্যায়
ব্যারোমিটারের ধোসে পড়া উষ্ণতার রেখা। মানুষের পরম্পরা শেষে
কল্যাণের আধিভৌতিক ভিয়ানে নেমে
খোঁজে তোর উৎসঙ্গতা, নিত্যপীড়া
তখন আমারই দিকে ফিরে আসে সমস্ত অপচয়িত রক্ত,
উল্লাসঘন পতনের খেদ,
হিংস্রতা ও আত্মহননের যাবতীয় কৃতকৌশল
তোবু তোর মতো কোরে কেউ হাসে না আর—
সেয়ানা বেড়ালের মতো থাবা চেটেচেটে
গড়িয়ে যায় বিকেলের পর বিকেল
তোবু তোর অলৌকিক স্ফুটনের মতো কেউ বলে না—‘হেই হে দুর্গাদাস সামাল ভাই সামাল’’