-বিভাবসু
জল: একদিন এক মেঘের সাথে জলের হল ভাব
মেঘ: জল ছিল রূপ কল্পচারু মেঘ যে আলোর খাপ
জল: জল ছিল তার ঝর্না জুড়ে ঝর্না ভেঙে মেঘ
মেঘ : মেঘ ছিল সে আকাশ প্রেমে সৌম্য নীলের লেক
জল : জল যে পাঠায় বাষ্পদূতি সূর্যরথে চড়ে
মেঘ : মেঘ যে প্রেমে বৃষ্টি ঝরায় অনন্তকাল ধরে
জল : এমনি করে পূর্ণতা পায় থই থই এক জল
মেঘ : জলের ভেতর সব হারিয়ে খুঁজছি আমি তল