উপপার্বণ থেকে

উপপার্বণ থেকে
- বিভাবসু 

আমার কথা কেউ কি ভাবে পদ্মপাতা?
আমার জন্য কেউ কি বসে জানলা পারে?
দেখতে আমার ইচ্ছে করে ইচ্ছে করে রঙবেরঙের ইচ্ছেগুলো অসুখ-বিসুখ

আমার জন্য একটু এনো লাজুক হাওয়া
উড়ুউড়ু দিনের শুরু যেই ভুরুতে
আমার জন্য একটু এনো পেছন ফেরা
ঘৃণার সাথে জড়িয়ে থাকা মিষ্টি  হাসি

আমার কথা কেউ কি ভাবে পদ্মপাতা!
বিকেল হলে কেউ কি হাঁটে নির্জনতায়!
দেখতে আমার ইচ্ছে করে ইচ্ছে করে
ইচ্ছেগুলো গোলাপ কলি—ফুটতে থাকা…
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন