অনির্বাণ — একটা নীল পোস্টকার্ডের নাম

অনির্বাণ—একটা নীল পোস্টকার্ডের নাম
—বিভাবসু

গন্ধের ভেতরে গন্ধ, অনির্বাণ তুই, ঝলমল করছিলি
আর আমার খুব ভয় করেছিলো—কেননা শেষমেশ
চাঁদও যেন হয়ে উঠেছিলো ভয়ানক লোভী

কোনো ক্রান্তিরেখা ছিলো না। আলো-আঁধারির বুকে শুধু 
অবক্ষেপ ছিলো ক্রর শোকস্তব্দ শস্যের—
তুই বলবি মূঢ়তর মানুষের জন্য প্রক্ষেপহীন মাঙ্গলিকী

আমার দিনগুলি অদ্ভুত ধ্বনিময় হয়ে উঠছে এখন
আর গন্ধে; সে হতে পারে মৃত্যুর—ভরে উঠছে গোলাঘর
আর চাঁদও যেন ভয়ঙ্কর লোভীর মতো হলদে বিষাদে 
ভাসিয়ে দিচ্ছে বসন্তের শীতশীত প্রান্তর

আমার খুব ভয় করছিলো অনির্বাণ 
তুই কেমন একা একা পেরিয়ে গেলি গোলাঘর, 
ধানখেত, আকাশের কুটিল জরায়ু
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন