পরম্পরা

পরম্পরা
—বিভাবসু
আমাদের পরাপিতামহদের সময়মহাল থেকে এই রেসের ঘোড়া
উড়ুক্কুমাছের মতো বিষাদবিম্বিত হয়ে ছুটে যায় বিলুপ্তিত এক থ্রিলার কাহিনিতে
ঊনপঞ্চাশবায়ুর মতো অমলিন ঘাসের খোঁজে—
অথবা ধরা যাক আমাদের আর কোনো সুপার-মার্কেট নেই পুষ্টখড়ের
শুধু শীতের পাখিদের অপরূপ রূপশাসিত অতিনৈসর্গিক ঝিলের মতো
জলময় এক নারীর খুচরো হৃদয় ঘেঁটে, এই এক বিপ্লব বয়ে নিয়ে যাওয়া
তবু রূপকথা থেকে যায় অগ্রন্থিত আঁশটে হৃদয়ে 
এই এক দারুণ কৌতুক বেয়ে আমাদেরও হেঁটে  যাওয়া বিস্তৃত কোরাসে 
মুক্তিহীন, স্বপ্নহীন—
আমাদের পরাপিতামহদের সময়মহাল থেকে সেই রেসের ঘোড়া 
কেবলই বিলুপ্তিত এক থ্রিলার কাহিনিতে মুখ ঢাকে
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন