বিভাবসুর জীবনসংক্ষেপ


বিভাবসু
জন্ম : ১৯৭২ 

একজন বাঙলাভাষাকর্মী। একজন শিল্পকর্মী। কবিতা লেখা, ছবি আঁকা, ফোটো তোলা, গল্প লেখা, গ্রাফিক্স ডিজাইন করা ইত্যাদি শিল্পের নানান দিকে অভিনিবেশ আছে।

১৫টির অধিক কবিতার বই আছে। ইংরেজি, গ্রিক প্রভৃতি ভাষায় কবিতা অনূদিত হয়েছে। প্রবন্ধের বই আছে একটি ‘ভাবনাসম্ভব’

জীবিকা : অধ্যাপনা। এই সূত্রে প্রচুর প্রবন্ধ লিখতে হয়।
১৯৯৫ সালের ২১ফেব্রুয়ারি থেকে ১২ বছর ধরে সম্পাদনা করেছি : ‘মাতৃভাষা’ সাহিত্য সাময়িকী। 

২০০৮ সাল থেকে ‘উত্তর ইতিহাস’ পত্রিকার সম্পাদক। পত্রিকাটি উত্তর ইতিহাস শিল্প আন্দোলনের মুখপত্র। এই শিল্পদর্শন বাঙলা সংস্কৃতির আবিশ্ব প্রসারের কথা বলে।
এই পর্যন্ত ১০টিরও বেশি যৌথ শিল্পপ্রদর্শনী  এবং একটি একক চিত্রকলা প্রদর্শনী (২০১৯) হয়েছে। অসংখ্য বইয়ের প্রচ্ছদচিত্র এঁকেছি।

‘কবিতা পাক্ষিক' পত্রিকা এবং পোস্ট মডার্ন বাংলা কবিতান্দোলনের সাথে প্রথমাবধি যুক্ত। গবেষণা কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বিষয় বাংলা কবিতান্দোলন । লিটল ম্যাগাজিন নিয়েও গবেষণা আছে।
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন