নগরকীর্তন
—বিভাবসু
নগরে নগরে বোনা হবে পাখি আর ফুলেদের ভিড়
বোনা হবে মধুমাস
কেলাসবদ্ধ রোদেরা ফিরে পাবে অগনিত স্বেচ্ছাচার
অবাক মুন্সিয়ানায় দেয়ালে দেয়ালে
সেঁটে থাকবে মিথুনবিগ্রহ
তুহিন রাত্রির সবুজ নীরবতা নিয়ে নির্ঘুম পোস্টারগুলো
চলে যাবে বন আর পশুদের অধিকারে
নাগরিক হয়ে উঠবে অস্পৃশ্য দৃশ্যপট
—বিভাবসু
নগরে নগরে বোনা হবে পাখি আর ফুলেদের ভিড়
বোনা হবে মধুমাস
কেলাসবদ্ধ রোদেরা ফিরে পাবে অগনিত স্বেচ্ছাচার
অবাক মুন্সিয়ানায় দেয়ালে দেয়ালে
সেঁটে থাকবে মিথুনবিগ্রহ
তুহিন রাত্রির সবুজ নীরবতা নিয়ে নির্ঘুম পোস্টারগুলো
চলে যাবে বন আর পশুদের অধিকারে
নাগরিক হয়ে উঠবে অস্পৃশ্য দৃশ্যপট
যেন এভাবেই গড়ে ওঠে
মানুষের প্রেম আর ক্রোধ