৭নং কবিতা


 ৭নং কবিতা

—বিভাবসু
‘যেখানে তোর চোখ ঝোরে পড়ে আয়েশি ভঙ্গিতে—
আজ সেখানেই ভোর এলো।
য্যানো পালকি চোড়ে জলকে যাচ্ছে কোলিয়ারির আকাশ।
ইটের ভাঁটা থেকে কালোকালো ধোঁয়ার সাথে
খানিকটা সভ্যতাও উড়লো য্যানোবা
তোর ভ্রুপ্লাকের ছোট্ট চিমটেটা তাই
নোটেশাক তুলতে গিয়েছিলো ওখানে।
ওখানেই আজ প্রেমে, দহনে
অ্যাকশা হয়েছিলো অ্যাক স্কুল-পালানো সাইকেল
সে সব দেখে চিমনি আরো কিছু কালো
ধোঁয়া উড়িয়ে বুঝিয়েছিলো
প্রেম হলো অ্যাতোখানি পৌরাণিক। রীতিহীন
আজ অ্যাকঝাঁক ঘুঘু উড়েছিলো আকাশে
কেউ জানতো না কতো দূরেদূরে ছোড়িয়ে পোড়েছিলো ভোর
শুধু তোর ছলচ্ছল নূপুরের অনুষঙ্গে
অ্যাকটানা ছোড়িয়ে গিয়েছিলো হৃদয়
আমাদের করুণ অ্যাকপৌরে গেরস্থালি জুড়ে।’
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন