৯নং কবিতা


 ৯নং কবিতা

—বিভাবসু
‘‘তোকে কোনোদিন চিঠি লিখিনি, কী লিখবো জানি না, শুধু
অসহ্য কোনো কষ্ট হোলেই তোকে মনে পড়ে।'
আঠেরোই সেপ্টেম্বর এ রকম সব বৃষ্টিতে ভিজে অ্যাকশা হোয়েছিলো।
যদিও অনেকখানিক দূরত্ব এসে বোসেছিলো আলোর মুখোশে।
বোলেছিলো অ্যাক আরুগ্ন রাজকন্যার কথা
আর ভেসে গিয়েছিলো অসংখ্য নীলিম অথবা ভুতুড়ে নিসর্গে
‘তুই ভালো থাকিস’
এ রকম সব ব্যাথারাও এসেছিলো সেই পরিত্যক্ত
আঠেরোই সেপ্টেম্বর উনিশশো সাতানব্বুইয়ের পৃথিবীতে—
আর আমি কোনোদিন সেই দিব্যতারহিত জলাভূমির
অলৌকিক আলেয়ার ওপারে যেতে পারবো না ভেবে
কষ্ট পাই অ্যাখনো। হালকা রোদের মতো নির্ভার নিরন্তর সেই কষ্ট
আরো অ্যাক বসন্তের মধ্যে আজো জোমে থাকে অসহ্য কিছু তর্পণ
আমি তর্পণ মানি না বোলে দূরেদূরে ল্যাম্পপোস্টে ঝুলে পড়ে
নিভন্ত সব বাদুড়…মৃত্যুসন্ধান…’
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন