১০নং কবিতা
—বিভাবসু
‘তোকে অ্যাতো আলোর মধ্যে পাবো,
অ্যাতো নিটোল জোছনার মধ্যে,
সত্যিই ভাবিনি
আজ বারোই ফাল্গুন
আজ দুর্গাপুর থেকে অ্যাকপশলা হলকা হোয়ে এসেছিলো বৃষ্টি
জোছনায় তিনজন খুব কোরে ভিজলাম বল?
মাঝেমাঝে বৃষ্টিকে মনে হোচ্ছিলো, সত্যি বোলছি, মনে নিস না কিছু,
তোর আর আমার মধ্যে বেয়াড়া অ্যাক দেয়াল।
তোবু আজ তোর চাঁদের হাসি বাঁধ ভেঙে নামলো যখন,
যখন অ্যাকদম অতলে নেমে গ্যালো,
তখন আরেকবার ঝাঁ কোরে উঠেছিলো প্রাণ।
বিশ্বাস কর, তোকে ভালবাসি এ কথা আজ কোনো কথাই নয়
শুধু সেটুকুই কথা—তোর দুর্মর হৃদয় ছুঁতে পারিনা কিছুতেই
এভাবে জল নামে, উল্টেপাল্টে আজ তাকে ঝর্ণা বলে ডাকি
নিদারুণ জলতেষ্টার মতো আজো ফাল্গুন গেয়ে ওঠে অজস্র কোকিলি
আজকাল নিজেকে ভয়ানক অ্যাকাঅ্যাকা মনে হয় সুনির্মিতা—’