৫নং কবিতা


 ৫নং কবিতা

—বিভাবসু
‘ক্যানেস্তারা বেজে যাবে অহর্নিশ।
তুই নিজেকেও ক্ষমা কোরবি না তোবু।
তুই অপরিণামদর্শীর মতো,
সাত-পাঁচ না ভেবেই ডুবে যাবি নীলিমায়—
আর যতো অলোকিত সুভাষণ, বিসর্পিল তর্কবিজ্ঞান
কখনোই যা নিজের অত্যুচ্চ সীমানাকে ঘোষটে দিয়ে
হোয়ে ওঠে না মাস্তানা
অথবা সবুজাভ পেতলের ঘুঘুরা
যে সমস্ত পরিত্যক্ত ভিটেয় চোরেচোরে হোয়ে উঠছে
অ্যাকদমই পালকহীন অথচ ধুরন্ধর,
ত্যামন সব বন্ধুদেরও অতি সন্নিকটে ঘেঁষতে দিতে ভুলে যাবি
এই অ্যাক অপয়মন্ত পরমায়ু
তোবু হিম পোড়াবে শহরজুড়ে—অজপাড়াগাঁয়,
আর প্রবল স্নায়ুযুদ্ধ ডুকরে উঠবে অ্যাক সীমাহীন স্পর্ধার শীর্ষে
তুই তখন জড়িয়ে নিবি নির্ভেজাল আত্মশাপ—
অভিমানগ্রস্ত ধুলিঝড়
তোবু ক্যানেস্তারা বেজে যাবে অহর্নিশ।
তোবু অ্যাকটাও চাঁদ এসে বোলবে না তোকে—‘ঘুম দাও দেবী’ ’
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন