৬ নং কবিতা


 ৬ নং কবিতা

—বিভাবসু
‘টনটনে জ্ঞান—তাও খানিক নেতিয়ে এলো
নীলশিরার নির্জনতার লোভে।
বাস্তবিকই তখন বন্দিশিবিরে বেজে গ্যালো পাগলা করা ঘন্টি
য্যানো মানুষের রোমেরোমে ছুটি নেমেছে দামাল হাতির মতো।
য্যানো আজ তোর জন্মদিন। য্যানো আজ অ্যাক
ভয়াবহ পরিণতির ঘোড়া উদ্দাম ছুটবে দিকবিদিক।
এই ভাবে অনেকখানি জল গড়ালে
স্নায়ুর কোষেকোষে বসন্ত এলো চুপিচুপি
এই ভাবে বেশখানিক নিটোলতা এসে ঢিলে কোরে দিলো
তোর নীবিবন্ধ। মাংসল দৃঢ়তা
সবাই জানলো চাঁদের কোলঘেঁষে বেড়ে ওঠা বলয়
পৌনপুনিকতা দোষে ভুগবে আজ
তাই জলের প্রবহমানতা নিয়ে গড়ালো জোছনার মেয়েরা—
রুমঝুম নাচলো খুব
আজ তোর জন্মদিন—আজ পবিত্রতম ধারাপাত এসে
আমাদের সমস্ত গ্লানি, অপ্রসন্নতা ধুয়ে দিলো—
আজ তোর নীলশিরার লোভে মনোমুগ্ধ নতজানু হলাম আমি—
য্যানো নির্বাসিত অ্যাক তীব্র যক্ষ।’
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন