রূপকথা




 রূপকথা

—বিভাবসু


দুফার্লং নীল আকাশ। তাই ছড়িয়ে পড়লো দিকদিকান্তরে।
অথবা তার দুপাশে অ্যাক ক্রান্তদর্শী আবহমান জড়গ্রস্তের মতো ধাবমান;
য্যানো বিকীর্ণ প্রহরের ঝিমঝিম অবসাদ।
এটুকু পেরুলে তোমার চোখের নীলাভতার মতো অ্যাক রাজ্যপাট।
সেখানে কতো শত দিব্যতা। কতো শত পাখিদের অলৌকিক মহিমা সংকীর্তন।


তুমি মেনেছিলে ক্যানালের জলের স্বচ্ছ তিরতির অ্যাকদিন উপঢৌকিত হবে দেশেদেশে।
সে সব মায়াবন্দি স্বপ্নেরা আজো হুড়মুড়িয়ে এলো অ্যাকদঙ্গল ধুলোশিশু হয়ে।
এলো—এবং দিব্যি নেমে গ্যালো বাঁধানো পুকুরের সিঁড়িগুলো মাড়িয়ে 
অ্যাকেবারে পাতালের কাছে। ওখানে দুফার্লং আকাশ অবশেষে 
অনেক অনেক মানুষের শিশু হোয়ে খিলখিলিয়ে উঠলো—পেরিয়ে গ্যালো
তোমাকে—আমাকেও। আবহমানের পথ।


তারপর সেই সব অমৃতের সন্তানেরা দিকে দিকে ছড়ালো শুধু—

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন