অবৈধ


অবৈধ
—বিভাবসু
আলোটা ধোঁয়াচে।
আলোটা বোকাসোকাও।
আর তাকে ধরে রাখে যে অলৌকিক দীপদান, তার এখন গ্রীষ্ম অবকাশ।
কত মানুষের আলতো পায়ের ছাপ।
চুপচাপ নারী-নক্ষত্রেরা নীলতিমির মতো এত বেশি ঔদার্যময়
তবু স্রোত উথাল পাথাল
তবু স্রোত সিগালের ডানার মতো ঐশ্বর্যবতী
যেন স্রোতই আমাদের অধিকার।
সে অধিকার আরো বেশি স্পর্শবহ করে তোলে আলো।
তবু দ্যাখো, আলোটা কত রোগা আর পরিশ্রমণযুক্ত।
জেলে নৌকোর বহর দূর সীমান্তের পাশে ভীষণ অ্যাবসার্ড। ম্লান।
বই খুলে যে মেয়েটি এইমাত্র বাইরে গেল
তার হাতে তিমিমাছের অগভীর আঁশটে গন্ধ
প্রজননসন্ধ্যা।
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন