অ্যাকটা স্বপ্নের স্মৃতি


 অ্যাকটা স্বপ্নের স্মৃতি

—বিভাবসু

যে চোখ বৃষ্টির মতো উদাত্ত আর স্বপ্নের মতো উন্মুখ
যে আলো মেঘের মতো অ্যাকা আর বাতিঘরের মতো শূন্য
তাকেই টেনে আনি আমার এই আত্মরচনার ভেতরে
আমার প্রবল বেদনারাশির মধ্যে। এই মোহন সামগানে।
কোথাও সময়ের পেশি থেকে উদ্ধার করেছি
আমার ভীষণ অ্যাকা হয়ে যাওয়া ‘আমি’কে—
কোথাও ডালপালা মেলছে আমার নিঃসঙ্গ ঘুমের প্রবাল
কোথাও হাওয়ায় হাওয়ায় কী অবিশ্বাস্য আমার হাতঘড়ি
এ সব স্মৃতিচারণকে জমা করছি আমার এ অকৃপণ হৃদয়ে
আর পৃথিবীর সমস্ত বিষণ্নগান থেকে সেই আমার কষ্টের আলো
সেই আমার বিমনা প্রেম অ্যাতো রোগা হয়ে যাচ্ছে দিনদিন,
এত নম্র…
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন