কৃষ্ণগহ্বর


কৃষ্ণগহ্বর 
—বিভাবসু
মনে করো অসম্ভব কালো এক গহ্বর 
নিজের রঙটুকুও যার ভেঙে পড়েছে চুরমার হয়ে নিজেরই বুকে 
আর বেঁকে গিয়েছে তার ভূত ও ভবিষ্যৎ নেশাগ্রস্থের মতো
আমি তেমনি এক মহিষের হৃদয়ে
খুঁজে পেয়েছিলাম একটি নক্ষত্র-যুগের ধারালো আলপিন 
সময়ের সঙ্গে তাল রেখে সেও ছিলো খর-অন্ধকারের মতো ভয়ানক বেঁকে 
আমি সেই আলপিনটার শীর্ষে
একটা মৃত তারকার ভর তুলে নিয়ে 
হেঁটে যাচ্ছিলাম একজন বিজ্ঞানীর পরিত্যক্ত কবরের দিকে 
আলোও নতজানু হয়ে মেলে ধরেছিলো উন্নত উরুত
আর টেস্টটিউবের জরায়ু থেকে জন্ম নিয়েছিলো শতশত দাঁড়কাক
তারা একটা কৃষ্ণ গহবরের দিকে উড়ে যাচ্ছিলো ভয়হীন—

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন