অসংলগ্নিকা


অসংলগ্নিকা 
—বিভাবসু
মৃত্যুর ক্লান্তদণ্ড থেকে আমি এই মুহূর্তে ছিনিয়ে আনছি
আমার নরম নীল কেশর—
আমার অসুখ ছড়ানো ভোর সারাদিন উড়ে বেড়ালো ঘিনঘিনে মাছির মতো—
আর আমি অভিশপ্ত পাললিক শিলায় এঁকে দিলাম আমার অক্লান্ত ফসিল—
তুমি হাত-পা ছড়িয়ে চেঁচাচ্ছিলে—যেন তোমার নীলাভ ছুৎমার্গ থেকে 
পালিয়ে গিয়েছে কোটি কোটি পয়মন্ত দিন—নক্ষত্রের ব্যভিচার
এক হলুদ ভূশণ্ডির কাক ব্যর্থ দার্শনিকের মতো আঁকড়ে ছিলো ওয়াচ-টাওয়ারের শীর্ষদণ্ড 
আর রাজকীয় সংবেদনশীল হাওয়ায় তোমার পীত কান্না-গুল্ম
লোভনীয় ভ্রূক্ষেপের মতো ভেসে যাচ্ছিলো সমাচ্ছন্ন অন্ধকারে—
মৃত্যু-দণ্ড থেকে ঝুলে থাকা অপর্যাপ্ত বৃষ্টিপাত আর ক্রুদ্ধ রৌদ্রের ফতোয়ায়
ভেসে উঠছিলো একজন পপ-সিঙ্গারের বিকর্ষিত মুখ, প্রগলভ সরগম—
আর তার হালকা হৃদয় ঝলসে যাচ্ছিলো সিলমাছেদের হলুদস্রাবে
তোমাদের অসাধারণ মেয়েলি জলপ্রেক্ষিতে—
আর গ্লামার্সের খরখরে ড্রাম ভুল করে উঠে গেছিলো বিপরীত হোটেলের ছাতে
যখন আমি সবেমাত্র মৃত্যুর ক্লান্তদণ্ড থেকে ছিনিয়ে আনছি দানা দানা পরাজয়a
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন