১নং কবিতা




 ১নং কবিতা

—বিভাবসু

‘তোবুও হাওয়ার গুমর থেকে অঝরে ঝোরতে থাকে
শ্রুতিহীন শ্রাবণসুরাহা। তোকে আমার
অনেক ভেতরে ঢুকিয়ে রেখে ভাবি এই হোলো হাহাকার।
অ্যাকেকটা দিন, অ্যাকেকটা রাত্রি শুধু
পাহারা দ্যায় নীতিহীন উৎকন্ঠিত দ্যুতি,
পাহারা দ্যায় কালচিতি সাপের মতো নিমগ্ন জলাঞ্জলি। প্রেম।
এই খেলো জীবনের পাশে তোবু তুই
পাখির পালকের মতো কাহিনি হয়ে উঠিস
তুই অনেক রিক্ততা ভেঙে দিয়ে খুলে দিস কবিতার রহস্যলোক
আর অ্যাকটা ঝুরঝুরে রাত্রির চাঁদ,
অ্যাকটা হলুদ দেহের জৌলুসভাঙা অপার হৃদয় পেয়ে গিয়ে আমি
খুলে বসি কবিতার খাতা।
এই সব কাহিনিলোকে নোতুন নায়ক হোয়ে বসে সময়
আর দূরেদূরে ছুটির ঘন্টাগুলি বেজে ওঠে মুক্তির অনিত্য ছোঁয়ায়—
অবিরাম’
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন