মানুষ
— বিভাবসু
শুধু মেঘ নেমে আসে যে পথে, সে পথেই নেমে এলো সে।
সে আর তার আবহমান হৃদয়। তারপর তো অ্যাক
সংকটিত অভিমানপর্ব, রঙিন পারাপার, হলুদ ঘুমিয়ে থাকার
স্বপ্নময় অধিকার।
সে আর তার আবহমান হৃদয়। তারপর তো অ্যাক
সংকটিত অভিমানপর্ব, রঙিন পারাপার, হলুদ ঘুমিয়ে থাকার
স্বপ্নময় অধিকার।
তারপর জন্মের আসল রহস্য থেকে মৃত্যুর রঙচটা সমাবর্তন।
এই সব ক্রমে ক্রমে উদ্ঘাটিত হোতে থাকলে, সে হাঁটতে হাঁটতে
এলো আসন্ন অ্যাক সন্ধ্যার কাছে। দুহাত করুণ বাড়ালো।
আসন্ন সন্ধ্যা তার গোধূলি শিয়র থেকে উপহার দিলো তিতিক্ষা।
এলো আসন্ন অ্যাক সন্ধ্যার কাছে। দুহাত করুণ বাড়ালো।
আসন্ন সন্ধ্যা তার গোধূলি শিয়র থেকে উপহার দিলো তিতিক্ষা।
অসংখ্য মেঘ এসে ক্রমে ক্রমে জড়ো হোতে লাগলো। হাত ধরলো তার।
সময় ফেটে যাচ্ছিলো রোষে।
সময় ফেটে যাচ্ছিলো রোষে।
কেউ তার দিকে বাড়িয়ে দিলো পাগল করা হাওয়া।
হাওয়ায় উড়ছিলো তার সবুজ ছায়া।
সময় ফেটে যাচ্ছিলো রোষে।
সময় ফেটে যাচ্ছিলো রোষে।
কেউ তার দিকে বাড়িয়ে দিলো পাগল করা হাওয়া।
হাওয়ায় উড়ছিলো তার সবুজ ছায়া।