লুপ্ত প্রজাতির আলো

 

লুপ্ত প্রজাতির আলো
—বিভাবসু

পাখিদের লিকলিকে হৃদয় থেকে সেই নুয়ে পড়া আলো, আলোময়তা
অলিগলি খুঁজলো অ্যাকটা সবুজ জলের ঝরনা; পরজন্মবাদী ভোরবেলা।
অথচ অ্যাকজনও বাসি হয়ে যাওয়া মেয়ে, আয়নার গোপন পারদে
জাগালো না সুষুপ্ত কল্পলোক; শিল্পের আদিম রূপটান। প্রেম।
তবে কি পথ হারালো তারা! ওলো বিশাখা সই, ইচ্ছেগুলো তবে কি
বাইপাস সড়কের মতো উদাস হয়ে গেলো! দিওয়ানা!
হ্যাঁ গো, একদম আনমনা হয়ে গেলো!
অথচ কোনো আত্মপ্রবঞ্চনা ছিলো না লিকলিকে হৃদয়ের হলুদপাখিদের মনে।
তারা কেবল হতোদ্যম হাওয়াদের উপহার দিতে চেয়েছিলো নক্ষত্রের বাগান।
কী ভয়ানক কথা!
আড়মোড়া ভেঙে অ্যাকজনও সবুজ মেয়ে জাগলো না
এই বিপুল আলোময়তার পৃথিবীতে।
অ্যাকজনও!
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন