নিরুপমার জন্য জোছনালিপি
—বিভাবসু
বৃষ্টিহীন দেবদারুর মতো তোমায় আষ্টেপৃষ্টে
জড়িয়েছিলো সন্তাপগাথা; তৃষ্ণা
আমি ছপছপ জয়ধ্বনির মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম
তোমার ঝুলেপড়া কালো চুলে বিকেলের ঝরঝর লাবণ্য
আর তুমি, আয়নার মতো স্বচ্ছ বেদনারাশিতে নিজেরই রূপভারে
বেহিসেবির মর্ত্যে মগ্ন
আমি সেই বিহ্বলতার মধ্যে ঝাঁপ দিতেই ধরা পড়ে গেলাম
তোমার চিকনহাসির বিপুল শরবনে
তোমার ভ্রূভঙ্গির থেকে ছুটে আসা সোনালি মেঘে
বিদ্ধ হলো গোপনগভীর সব জলকণা যেন
অথচ, বৃষ্টিহীন থেকে থেকে তুমি কত রোগা হয়ে গেছো!