জলমেঘের কাব্য ৫

জলমেঘের কাব্য ৫

—বিভাবসু
জলের দেহে পড়েছিল নীল ছায়া, তার কায়া
বৃষ্টি ভুলানো শব্দের মতো গাঢ়, প্রেম আরো
ভেবেছিল জল চুমুকে জাগাবে তারে,অভিসারে
মায়াজালে বেঁধে ভরদুপুরের চুমে, স্রোতঘুমে
কেঁপেছিল শুধু মধুমতী এক নদী, আহা যদি
ভিজে যাওয়া যায় পৌর্ণমাসী জলে, এই ছলে
কেঁপে যায় এক সুদীর্ঘ নীল ছায়া, তার মায়া
ভালোবাসা বেয়ে হয়ে যাবে নদী পার, মেঘ যার
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন