জলমেঘের কাব্য ৩
—বিভাবসু
জল : সন্ধি হোক, যুগল চোখ সন্ধি হোক এই বেলা
মেঘ : বৃষ্টি হোক, দৃষ্টিলোক, ঝাপসা হোক প্রেম খেলা
জল : সাট লিপি মিসিসিপি কষ্ট যে এই বুকে
মেঘ : ইন্দ্রনীল সিন্ধুচিল উড়ুক আজ ওই চোখে
জল : পূর্ণতা দাওনি তা খর মরু এই কাঁপে
মেঘ : আব্রুজল, টালমাটাল, অগ্নিকে দাও সঁপে
জল : সন্ধি হোক, বন্দি হোক অগ্নিদের প্রেমখোকা
মেঘ : বৃষ্টি হই সৃষ্টি কই, বৃষ্টি এই সৃষ্টিতেই